Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশ দক্ষিন এশিয়ার একটি ছোট্ট ও জনবহুল দেশ।বর্তমান জনসংখ্যা ১৫ কোটি ৭৯ লাখ(বিবিএস-২০১১)।অথচ ১৬৫০সালে এ ভূখন্ডে মাত্র ১কোটি লোকের বসবাস ছিল।২০০বছর পর ১৮৫০সালে এ সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পেয়ে হয় ২ কোটি । তারপর ৯১ বছর পর ১৯৪১সালে জনসংখ্যা হয় ৪ কোটি ১৯ লাখ। কিন্তু এরপর মাত্র ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুনের বেশী বৃদ্ধি পেয়ে দাঁড়া্য় ৮ কোটি ৯৯ লাখ ।১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে  মাত্র ৪০ বছর পরে জনসংখ্যা আবারো দ্বিগুন বৃদ্ধি পেয়েছে । বর্তমান হারে(১.৩৪)জনসংখ্যা বৃদ্ধি পেলে অগামী ৫০ বছরের মদ্ধে দেশের জনসংখ্যা বর্তমানের দ্বিগুন হবে ।জনসংখ্যার এ অপরিমিত বৃদ্ধি অর্থনৈতিক,সামাজিক ও পরিবেশগত বিপযয় বৃদ্ধি করবে ।এজন্য সকলের চাহিদামাফিক পরিবার পরিকল্পনা তথ্য ও সেবা নিশ্চিত করতে হবে ।

পঞ্চাশ দশকের প্রথমার্ধে শুরু হওয়া বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মর্সূচী বেশ কয়েকটি পর্যা্য় অতিক্রম করেছে । ১৯৫৩ সালে কয়েকজন সমাজকর্মী ও চিকিৎসক দ্বারা সূচীত এ কার্যক্রম এখন বিরাট ব্যাপ্তি লাভ করেছে ।১৯৬৫ সাল থেকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নিয়ে পরিবার পরিকল্পনা কার্যক্রমের আর্বিভাব হয় ।জনসংখ্যা বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হিসাবে স্বীকৃত হবার পর এ সমস্যা সমাধানে বাংলাদেশ অদ্যবধি অর্জিত সাফল্য সারা বিশ্বে বিশেষভাবে প্রশংসিত হয়েছে । জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল এ কর্মসূচীতে এখন বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডের একটি অন্যতম অনুসঙ্গ হিসাবে গন্য করা হয় ।

       বাংলাদেশের পরিবার পরিকল্পনার কর্মসূচীর কয়েকটি পর্যায়                                                                      

পর্যায়-১:১৯৫৩-৫৯ স্বেচ্ছাসেবী পযায়

পর্যায়-২:১৯৬০-৬৪ সরকারি উদ্যেগে ক্লিনিকভিত্তিক কাযক্রম

পর্যায়-৩:১৯৬৫-৭০ মাঠ পযায়ে সরকারী পরিবার পরিকল্পনা কাযক্রম

পর্যায়-৪:১৯৭২-৭৪ সমন্বিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচী

পর্যায়-৫:১৯৭৫-৮০ মা ও শিশু স্বাস্থ্যভিত্তিক বহুমুখী পরিবার পরিকল্পনা কাযক্রম

পর্যায়-৬:১৯৮০-৮৫ মাঠ পযায়ে একীভূত কাযক্রম

পর্যায়-৭:১৯৮৫-৯০ জনগোষ্ঠীর অংশগ্রহণে পবিার পরিকল্পনা কাযক্রম

পর্যায়-৮:১৯৯০-৯৫ নিবিড় সেবাদান পরিবার পরিকল্পনা কাযক্রম

পর্যায়-৯:১৯৯৫-১৯৯৮ পঞ্চম স্বাস্থ্য ও জনসংখ্যা কাযক্রমের প্রস্তুতিকাল

পর্যায়-১০:১৯৯৮-২০০৩ স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচী(HPSP)  

পর্যায়-১১:২০০৩-২০১১ স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যানসেক্টর কাযক্রম(HNPSP)

পর্যায়-১২:২০১১-২০১৬ স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কাযক্রম(HPNSDP)
পর্যায়-১৩:২০১৬-২০২২ স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কাযক্রম(HPNSP)